নিজস্ব প্রতিবেদক:
মুজিবনগরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সোমবার বেলা ১২ টার দিকে মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্যানিটারী ইন্সপেক্টর তরিকুল ইসলামের সঞ্চালনায়, তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন উপজেলা টাস্কফোর্স কমিটির সভাপতি উপজেলা নির্বাহি অফিসার সুজন সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ উপস্হিত ছিলেন। আলোচনা সভায় তামাক নিয়ন্ত্রণে ও জর্দা ও ধূমপান করা থেকে যুবসমাজ ও মানুষকে বিরত রাখার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে হবে বলে মন্তব্য করেন কমিটির সদস্যবৃন্দ।