Home » মুজিবনগরে তিন রাস্তার মোড়ে সড়কে মোটরসাইকেল ও পাওয়ার ট্রলির মু‌খোমু‌খি মারাত্মক সংঘর্ষ,ক‌ব্জি বি‌ছিন্ন

মুজিবনগরে তিন রাস্তার মোড়ে সড়কে মোটরসাইকেল ও পাওয়ার ট্রলির মু‌খোমু‌খি মারাত্মক সংঘর্ষ,ক‌ব্জি বি‌ছিন্ন

কর্তৃক xVS2UqarHx07
88 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মুজিবনগর বল্লভপুর তিন রাস্তার মোড় হতে আনন্দবাস সড়কে মোটরসাইকেল ও পাওয়ার ট্রলির মু‌খোমু‌খি মারাত্মক সংঘর্ষ হ‌য়ে‌ছে। এ‌তে মোটর সাই‌কেল চালক প্রসান মন্ডলের (৩০) ডান হা‌তের ক‌ব্জি বি‌ছিন্ন হ‌য়ে গে‌ছে। এ ঘটনায় আরও দুজন আহত হ‌য়ে‌ছেন।
সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হ‌লেন, আনন্দবাস গ্রা‌মের প্রসান মন্ডল (৩০), পিউ (১৮) ও সুমন (২০)। স্থানীয়রা জানান, সন্ধ্যায় বল্লভপুর মাঠে মেলা দেখার জন্য মটরসাইকেল আরোহীরা আনন্দবাস গ্রাম থেকে রওনা দেয়। বল্লভপুর কবরস্থান থেকে ২শ মিটার দক্ষিণে গ্রামে প্রবেশের সময় মোটরসাইকেল ও পাওয়ার ট্রলির সাথে দ্রুত গতিতে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ হওয়ার সাথে সাথে মোটরসাইকেল ছিটকিয়ে গিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে পাশে থাকা সাইকেল আরোহীর সাথে পুনরায় ধাক্কা মারে। এতে মোটর সাই‌কেল চালক, আ‌রোহী ও বাইসাই‌কেল গুরুতর আহত হয়। মোটর সাই‌কেল চালক প্রসান মন্ডলের ডান হাত ক‌ব্জি থে‌কে বিছিন্ন হ‌য়ে পড়ে। প্রাথমিক অবস্থায় সবাইকে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এসময় প্রসান মন্ডল‌কে কাটা হাতসহ রাজশাহী মেডিকেল হাসপাতালে রেফার্ড করা হয় এবং সুমনকে কুষ্টিয়া মেডিকেলে রেফার্ড করা হয়।
মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, দুজ‌নের প্রচুর রক্তক্ষরণ হয়েছে যার কারণে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী এবং কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে রেফার্ড করা হয়ে‌ছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন