নিজস্ব প্রতিবেদক:
ঘাস কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৪ জন আহত হয়েছে। মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী নওদাপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলো জুম্মাদার (৬০),আজান সেখ, নুর নাহার এবং মনিরা খাতুন। আহতদের মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত জুম্মাদার মুজিবনগর উপজেলার মোনাখালী নওদাপাড়া খেদের শেখের ছেলে, আজান একই গ্রামের জুম্মাদার ছেলে, নুরুন্নাহার জুম্মাদার এর স্ত্রী এবং মনিরা তার মেয়ে।
সোমবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে জানা। গেছে মোনাখালী নওদা পাড়া গ্রামের এসকেন আলীর ছেলে ইউসুফ আলী ঘটনার দিন জুম্মাদারের জমিতে লাগানো ঘাস কাটছিল। এসময় জম্মাদার ঘাস কাটতে নিষেধ করায় তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে বাড়িতে এসে ইউসুফ আলী সহ তার অন্য ভাইয়েরা গিয়ে জম্মাদারের বাড়িতে হামলা চালায়। এতে একই পরিবারের ৪ জন আহত হয়। তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫৯ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।