নিজস্ব প্রতিবেদক:
মুজিবনগরে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার।
মেহেরপুরের মুজিবনগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬০০ গ্রাম গাঁজাসহ সাব্বির হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। রাতে মেহেরপুরের মুজিবনগর উপজেলার বল্লবপুর এলাকা থেকে সাব্বিরকে আটক করা হয়। আটক সাব্বির মুজিবনগর উপজেলার গৌরিনগর গ্রামের রবিউল গাজীর ছেলে।
জানাগেছে গোপন সূত্রে খবর পেয়ে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানের নির্দেশে এসআই উত্তম কুমার সঙ্গীয় ফোর্সসহ মুজিবনগর উপজেলার বল্লভপুর এলাকা থেকে সাব্বিকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।