আজকের মেহেরপুর ডেক্স:
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর গত ১২ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম যথাযথভাবে পরিচালনা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার সুজন সরকার।
বুধবার দুপুরের দিকে মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার সুজন সরকার মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের মোনাখালী মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন।পরে তিনি প্রতিষ্ঠান প্রধানসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের সাথে মতবিনিময় করেন।