নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহব্বানে মুজিবনগরে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে মেহেরপুর জেলা ছাত্রদল।
গতকাল বুধবার বিকেলে মুজিবনগর উপজেলার দারিয়াপুরে জেলা ছাত্রদলের উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজিরের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা বিএনপি’র সভাপতি এ্যাড: মারুফ আহমেদ বিজন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় মুজিবনগর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাসান, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক রাশেদুল ইসলাম রাজন, জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক রাব্বি, মুজিবনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিলন, রাহুল, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিঠুন, দারিয়াপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুমন আহম্মেদ, বাগোয়ান ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক রিয়াজসহ জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় দারিয়াপুর ইউনিয়নের শীতার্থ মানুষের মাঝে ৩০০ পিস কম্বল বিতরণ করা হয়।