নিজস্ব প্রতিবেদক:
মুজিবনগরে ২৪ ঘন্টায় ‘অপারেশন ডেভিল হান্টে’ ৭ জনকে বিভিন্ন স্থানে থেকে গ্রেফতার ।
যৌথ বাহিনীর বিশেষ অভিযান গত ২৪ ঘন্টায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আরও ৭ জনকে জেলার বিভিন্ন স্থানে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো বাগোয়ানা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিকনগর গ্রামের সামসুদ্দিন মল্লিকের ছেলে কুতুবুদ্দিন, মুস্তাকিমের ছেলে নজরুল ইসলাম, হায়দার আলীর ছেলে মাহবুবুল ইসলাম, তারানগর গ্রামের সৈয়দ ঘরামির ছেলে শওকত ঘরামী,ইব্রাহিম ঘরামী, শাহ জামাল ঘরামি, দুলু ঘরামী।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান,ছাত্র আন্দোলনের সময় দায়ের করা মামলায় এ সমস্ত আসামিদের গ্রেফতার করা হয়।