আজকের মেহেরপুর ডেস্ক:
চাহিদার তুলনায় অপ্রতুল হলেও মেহেরপুরে ক্ষুধার্ত হনুমানের জন্য সরকারিভাবে খাবারের বরাদ্দ হয়েছে। শুক্রবার দুপুরের দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার মুজিবনগর আম্রকানন ক্ষুধার্ত হনুমানদের মধ্যে বিভিন্ন ধরনের খাবার দেওয়া হয়। প্রতিদিন হনুমানপ্রতি বরাদ্দের পরিমাণ ২২ টাকা। মেহেরপুর সদর উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা জাফরুল্লাহ উপস্থিত থেকে হনুমান দের খাদ্য খাওয়ানো হয়।
খাদ্য সংকটে ছোটাছুটি করতে গিয়ে গত এক বছরে মেহেরপুর জেলা শহরে বেশ কয়েকটি হনুমান মারা গেছে। তাদের নিরাপদ আবাসস্থল গাছ থেকে বেরিয়ে এসে তারা জেলার বিভিন্ন গ্রামে হানা দিতে শুরু করে। ফসলের খেত তছনছ এবং মানুষের বাড়িতে ঢুকে উৎপাত করছে। মেহেরপুর নিউজে ক্ষুধার্ত হনুমান নিয়ে সংবাদ প্রকাশের পর বিষয়টি জেলা প্রশাসকের নজরে এলে বন বিভাগকে দেখভালের জন্য নির্দেশনা দেন। জেলা প্রশাসনের নির্দেশনা পেয়ে বন বিভাগ, বন ও পরিবেশ মন্ত্রণালয় হনুমানদের খাদ্যের জন্য অর্থ বরাদ্দ চেয়ে আবেদন জানায় বন ও পরিবেশ মন্ত্রণালয়ে। সেই আবেদনে সাড়া দিয়ে মন্ত্রণালয় থেকে ৪৫ হাজার টাকা অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।