নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামে ঘাসমারা বিষপান করে জাহাঙ্গীর হোসেন নামের এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা । তাকে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। জাহাঙ্গীর হোসেন যাদবপুর গ্রামের হামিদুল ইসলামের ছেলে। জানা গেছে পারিবারিক কলোহের জের ধরে জাহাঙ্গীর হোসেন দুপুরের দিকে পরিবারের সদস্যদের অজান্তে যতারপুর খালের মাঠে গিয়ে ঘাসপোড়া বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে উদ্ধার করে মেহেরপুর- ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। বর্তমানে সে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।