আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুরের মুজিবনগরে ৯৮ বোতল ফেনসিডিলসহ পিন্টু আলী(৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আজ শনিবার ভোরে তাকে আটক করে। আটককৃত পিন্টু মুজিবনগর উপজেলার আনন্দ গ্রামের কাউজার আলি ছেলে।
মুজিবনগর থানার ওসি মেহেদি রাসেল জানান, মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের কাল্টাপাড়া মোড় এলাকায় মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রতনপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই প্রহ্লাদ রায় সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৯৮ বোতল ফেনসিডিলসহ পিন্টু আলীকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। আটককৃত পিন্টুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা পূর্বক আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।