নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ বিভাগের অভিযানে মুজিবনগর উপজেলার বল্লভপুর বাজারে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ উল্লেখ বিহীন,মানসম্মত নয়,চকলেট এবং নমুনা টাকার নোটসহ এবং পুরাতন স্বাস্থ্য সতর্কতা সম্বলিত রাজা বিড়ি,ও বিউটি গোল্ড সিগারেট জব্দ।
বুধবার দুপুরের দিকে অভিযান চালানো হয়। মেহেরপুর সদর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর তারিকুল ইসলামের নেতৃত্বে অভিযানে মুজিবনগর উপজেলার বল্লভপুর বাজারে সাধন ষ্টোরে অভিযান চালিয়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ উল্লেখ বিহীন,মানসম্মত নয়,চকলেট এবং নমুনা টাকার নোটসহ এবং পুরাতন স্বাস্থ্য সতর্কতা সম্বলিত রাজাবিড়ি,ও বিউটিগোল্ড সিগারেট জব্দ করা হয়।