আমঝুপি অফিস:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর মাঠে অনুষ্ঠিত দারিয়াপুর ক্রিকেট টুর্ণামেন্টে আমঝুপি খেলাঘর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
শনিবার বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় আমঝুপি খেলাঘর ২৮ রানে কাজলা একাদশকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে আমঝুপি খেলাঘর ১৬ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৭ রান করেন। লিওন দলের পক্ষে ৪৫ রান করেন। কাজলার পক্ষে রাশেদ ৩টি উইকেট লাভ করেন।
জবাবে খেলতে নেমে কাজলা একাদশ ১৫.৩ ওভারে ৯৯ রান করে সবাই আউট হয়ে যান। তৌফিক দলের পক্ষে ২৬ রান করেন। হাবিবুল্লা দলের পক্ষে ৩টি উইকেট লাভ করেন। খেলায় লিওন ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার লাভ করেন । খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। মুজিবনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চাঁদু বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।