নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার রতনপুর পুলিশ ক্যাম্প পুলিশের মাদকবিরোধী অভিযানে আরাফাত হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ গ্রেপ্তার করেছে।
বুধবার সন্ধ্যার দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস বাজার এলাকা থেকে আরাফাত হোসেনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আরাফাত হোসেন আনন্দবাস গ্রামের সাজিব হোসেনের ছেলে।
গোপন সূত্রে খবর পেয়ে রতনপুর পুলিশ ক্যাম্পের এসআই প্রহলাদ রায় এর নেতৃত্বে পুলিশের একটি দল আনন্দবাস এলাকা থেকে আরাফাত হোসেনকে গ্রেফতার করেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন আরাফাত হোসেন এর নামে মুজিব নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।