নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ-নাজিরাকোনা সড়কে মাটি বোঝাই ট্রাক্টর এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শামিরুল ইসলাম নামের এক ব্যক্তি আহত হয়েছে।
সোমবার সকালের দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে। আহত শামিরুল মুজিবনগর উপজেলার নাজিরাকোনা গ্রামের হাফিজুর রহমানের ছেলে।
জানা গেছে ঘটনার সময় শামিরুল কেদারগঞ্জ থেকে বাড়ি ফেরার পথে পথিমধ্যে বিপরীদগামী মাঠি বোঝায় একটি ট্রাকটরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে শামিরুল আহত হয়। তাকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।