Home » মুজিবনগর উপজেলার অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ন বিষ্কুট,রুটি,কেক রাধুনি মসলা,বসুন্ধারা ময়দা জব্দ

মুজিবনগর উপজেলার অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ন বিষ্কুট,রুটি,কেক রাধুনি মসলা,বসুন্ধারা ময়দা জব্দ

কর্তৃক xVS2UqarHx07
173 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে মেহেরপুরের মুজিবনগর উপজেলার কেদারগন্জ বাজারে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ন বিষ্কুট,রুটি,কেক রাধুনি মসলা,বসুন্ধারা ময়দা জব্দ করা হয়েছে।
শনিবার দুপুরে এ অভিযান চালানো হয় সদর উপজেলা সার্ভার ইন্সপেক্টর তরিকুল ইসলামের নেতৃত্বে কেদারগঞ্জ বাজারের রাজ্জাক ষ্টোরে পরিদর্শন করে। এ সময় ওই দোকানে মেয়াদউত্তীর্ন বিষ্কুট,রুটি,কেক রাধুনি মসলা,বসুন্ধারা ময়দা আটক করে জনসম্মুখে ধ্বংস করা হয়। এবং পুরাতন স্বাস্থ্য সতর্কতা সম্বলিত ৩ শ শলাকা ব্লাক সিগারেট জব্দ করা হয়। ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার ও নিয়ন্ত্রণ আইন অনুযায়ী এই সব পুরাতন সিগারেট জব্দ করা হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন