Home » মুজিবনগর উপজেলার ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান

মুজিবনগর উপজেলার ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান

কর্তৃক xVS2UqarHx07
127 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মুজিবনগর উপজেলার ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২১ এ নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মুজিবনগর উপজেলা প্রশাসনের আয়োজনে শপথ গ্রহন উপলক্ষে বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে মুজিবনগর উপজেলা অডিটরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শপথ গ্রহণ অনুষ্ঠানে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকারের সভাপতিত্বে, উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রব, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা। গত ১১ নভেম্বর মুজিবনগর উপজেলার বাগোয়ান, মোনাখালী, মহাজনপুর ও দারিয়াপুর ৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

চারটি ইউনিয়নে নির্বাচিত ২৮ জন সদস্যকে উপজেলা নির্বাহি অফিসার সুজন সরকার শপথ বাক্য পাঠ করান। নবনির্বাচিত ইউপি সদস্যগন শপথ বাক্যে দৃঢ়ভাবে ঘোষণা করে যে, তারা ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী এবং সততা, নিষ্ঠা ও বিশ্বস্ততার সহিত তার পদের দায়িত্ব ও কর্তব্য পালন করিবে এবং বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিবে

০ মন্তব্য

You may also like

মতামত দিন