Home » মুজিবনগর উপজেলার সড়ক দুর্ঘটনায় এক পথচারীর মৃত্যু ।

মুজিবনগর উপজেলার সড়ক দুর্ঘটনায় এক পথচারীর মৃত্যু ।

কর্তৃক xVS2UqarHx07
14 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মুজিবনগর উপজেলার গৌরীনগরে সড়ক দুর্ঘটনায় এক পথচারীর মৃত্যু ।

 

মেহেরপুরের মুজিবনগর উপজেলার গৌরীনগরে সড়ক দুর্ঘটনায় জিল্লুর রহমান (৫৭) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালক স্কুলছাত্র রিমন (১৭) আহত হয়েছে।।

 

রবিবার দুপুরের দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার গৌরীনগর মোড়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত জিল্লুর রহমান মুজিবনগর উপজেলার গৌরীনগর গ্রামের সাত্তার গাজীর ছেলে। আহত রিমন মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রামের মোঃ ইমরানের ছেলে।

 

জানা গেছে রিমন মোটরসাইকেল চালিয়ে দ্রুতগতিতে মুজিবনগরের দিকে যাচ্ছিল। এসময় জিল্লুর রহমান রাস্তা পার হওয়ার সময় তাকে ধাক্কা মারে। এতে দুজনই আহত হন। স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে প্রথমে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্স নিলে অবস্থা গুরুতর হওয়ায় মেহেরপুর -২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জিল্লুর রহমানকে মৃত ঘোষণা করে।

 

 

মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান জানান, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন