নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার বিশ্বনাথপুর গ্রামে সড়ক দুর্ঘটনায় জিহাদ (৭) নামের এক শিশু আহত হয়েছে। তাকে মেহেরপুর থেকে রাজশাহী রেফার্ড করা হয়েছে।
শনিবার দুপুরের দিকে মেহেরপুর মুজিবনগর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের এ দুর্ঘটনা ঘটে। জিহাদ মেহেরপুর সদর উপজেলার সাহেবপুর গ্রামের সোহেল রানার ছেলে।
জানা গেছে জিহাদ তার বন্ধুদের সঙ্গে একটি পাখি ভ্যানযোগে পিকনিক করা জন্য মুজিবনগরের উদ্দেশ্যে রওনা দেয়ার পর পাখি ভ্যানের উপর নাচানাচি করছিল। পাখি গানটি বিশ্বনাথ পুর গ্রামের মোড় ঘোরার সময় পাশ দিয়ে যাওয়া একটি মোটর সাইকেলের উপর জিয়াদ ছিটকে পড়ে। আহত অবস্থায় তাকে প্রথমে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নেওয়ার পর তাকে রাজশাহী রেফার্ড করা হয়।