নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চাঁদুকে নিজ বাড়ি থেকে সোমবার রাতে চাঁদাবাজি মামলায় আটক করেছে মুজিবনগর থানার পুলিশ।
আটক কামরুল হাসান চাঁদু দারিয়াপুরের কুদর-ই-খুদার ছেলে।
মুজিবনগর উপজেলার গোপালপুর গ্রামের খোরশেদ আলম নামের এক ব্যক্তি ২০২৪ সালের ৩ অক্টোবর মুজিবনগর থানায় ১৪৩/৪৪৭/৩২৩/৩০৭/৩৮৫/৩৮৬/৩৮৭/৫০৬/১১৪/৪৩ দঃবিঃ একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন, যার মামলা নং ১। এদিকে আটক কামরুল হাসান চাঁদুকে মঙ্গলবার-২০২৫ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।