নিজস্ব প্রতিবেদক:
দ্বিতীয় দফায় ইউনিয়ন পরিষদের নির্বাচনে বৃহস্পতিবার মেহেরপুরের মুজিবনগর উপজেলার ৪টি ইউনিয়নের ভোট অনুষ্ঠিত হবে।
মুজিবনগরের ৪ টি ইউনিয়ন পরিষদের ৪ জন চেয়ারম্যান এর স্থলে ১৬ জন,১২ জন সংরক্ষিত সদস্যের জন্য ৪৩ জন এবং ৩৬ জন সাধারণ সদস্য হওয়ার লক্ষ্যে ১৪২জন প্রার্থী তাদের মাঠ পর্যায়ের চষা শেষ করেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ ভাগ্য পরীক্ষা সম্পন্ন হবে। মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এরমধ্যে আওয়ামী লীগ মনোনীত রফিকুল ইসলাম গাইন, বর্তমান চেয়ারম্যান মফিজুর রহমান,সাবেক চেয়ারম্যান সফিকুল ইসলাম মোল্লা এবং মাহবুবুর রহমান ডাবলু। মোনাখালী ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮ জন এবং সাধারণ সদস্য পদে ৩৯ জন লড়ছেন। দারিয়াপুর ইউনিয়ন চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত মুস্তাকিম হক খোকন,বর্তমান চেয়ারম্যান তৌফিকুল বারী বকুল, মাহবুবুল আলম রবি, মোয়াজ্জেম হোসেন নাবুল, মনজুরুল হক এবং আবুল কাশেম। দারিয়াপুর ইউনিয়ন এর সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন এবং সাধারণ সদস্য পদে ৩৩ জন প্রার্থী রয়েছেন। মহাজনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী রয়েছেন।
এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত রেজাউর রহমান নান্নু, বর্তমান চেয়ারম্যান আমাম হোসেন মিলু,মিসকিন আলী এবং তোফাজ্জল হোসেন চঞ্চল। মহাজনপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন এবং সাধারণ সদস্য পদের ৩৩ জন প্রার্থী ভোট যুদ্ধ করছেন। বাগোয়ান ইউনিয়ন চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত কুতুবউদ্দিন, বর্তমান চেয়ারম্যান আইয়ুব হোসেন চেয়ারম্যান হওয়ার যুদ্ধে রয়েছেন।
বাগোয়ান ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন এবং সাধারণ সদস্য পদে ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়ন, মোনাখালী ইউনিয়ন, বাগোয়ান ইউনিয়ন এবং মহাজনপুর ইউনিয়নের ৪০ টি কেন্দ্রের ২৪০ বুথে ভোট গ্রহণ পর্ব চলবে।
মুজিবনগর উপজেলার ৪টি ইউনিয়নে ৮০ হাজার ৪৫৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে ৩৯ হাজার ৯১৫ জন পুরুষ ভোটার এবং ৪০ হাজার ৫৪০ জন মহিলা রয়েছে