Home » মুজিবনগর উপজেলা আম গাছ থেকে পড়ে কালু নামের এক ব্যক্তির মৃত্যু

মুজিবনগর উপজেলা আম গাছ থেকে পড়ে কালু নামের এক ব্যক্তির মৃত্যু

কর্তৃক xVS2UqarHx07
224 ভিউজ

মুজিবনগর প্রতিনিধি খাইরুল বাশার:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের রামনগর গ্রামের আম গাছ থেকে পড়ে মোঃ কালু(৫০) নামের এক ব্যক্তির মৃত্যু । বুধবার দুপুর ২ টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় কালু। তিনি মুজিবনগর উপজেলাধীন মোনাখালী ইউনিয়নের রামনগর গ্রামের মৃত: হিচাব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালের দিকে মোনাখালী ইউনিয়নের রামনগর গ্রামের মোঃ কালু (বগা) নিজের গাছে আম পাড়ার জন্য গাছে ওঠে। এ সময় গাছের ডাল ভেঙে সে নিচে পড়ে গুরুতর আহত হয়। এলাকার লোকজন তাকে উদ্ধার করে প্রথমে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করেন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতল থেকে নিজ বাসভবনে লাশ নিয়ে আনার প্রস্ততি চলছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন