Home » মুজিবনগর উপজেলা পর্যায়ে সরকারি দপ্তরের কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

মুজিবনগর উপজেলা পর্যায়ে সরকারি দপ্তরের কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

কর্তৃক xVS2UqarHx07
275 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মুজিবনগরে উপজেলা পর্যায়ে সরকারি দপ্তরের কর্মকর্তাদের নিয়ে ন্যাশনাল পার্টাল বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মুজিবনগর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম এর সহযোগীতায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার সুজন সরকারের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এর নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) ডা. মো: আব্দুল মান্নান (পিএএ), ভার্চুয়ালি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক ডা. মোহাম্মদ মনসুর আলম খান। ন্যাশনাল পোর্টাল এর ইম্প্লেমেন্টেশন স্পেশালিস্ট (উপসচিব) দৌলতুজ্জামান খান, মেহেরপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস। প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন মুজিবনগর উপজেলা আইসিটি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার এনাম আহমেদ সহজ, আইসিটি ডিভিশন এর ইয়াং প্রফেশনাল এটুআই মোহাম্মদ সাইফুল্লাহ। ন্যাশনাল পোর্টাল বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ৩০ জন সরকারী কর্মকর্তা অংশগ্রহণ করেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন