Home » মুজিবনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

মুজিবনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

কর্তৃক xVS2UqarHx07
161 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মুজিবনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হয়েছে ৫১ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। শনিবার ভোর ৬ টায় মুজিবনগর স্মৃতিসৌধে ৩১ বার তপোধনীর মধ্যে দিয়ে দিবসের কর্মসূচী শুর হয়।

এ সময় মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকার ও মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মেহেদি রাসেল উপস্থিত ছিলেন। সকাল সাড়ে ৬টায় মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্প স্তবক অর্পন করেন মুজিবনগর উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকার ও মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মেহেদি রাসেল, এদিকে উপজেলা আওয়ামীলগের পক্ষে পৃথক পৃথকভাবে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।

আওয়ামী লীগের ব্যানারে একদিকে জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য রফিকুল ইসলাম তোতার নেতৃত্বে পুষ্প মাল্য অর্পণ করেন। এ সময় মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলু, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন, বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মধু, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মোনাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রফা গাইন, দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুস্তাকিম হক খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

অপর পক্ষে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সোহরাব হোসেনের নেতৃত্বে পুষ্প মাল্য অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা, বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন মল্লিক, মহাজনপুর আওয়ামী লীগের সভাপতি রেজাউর রহমান নান্নু, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বল্টু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বেলাল হোসেন বিপ্লব প্রমুখ।

পর্যায় ক্রমে মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জলিল, যুবলীগের পক্ষে মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাদু, ছাত্রলীগের পক্ষে উপজেলা ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দিন লাভলু ও সাধারণ সম্পাদক শেখ সাকিব। পুষ্পমাল্য অর্পণ শেষে সকাল সাড়ে ৮ টায় উপজেলা প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যেমে কুচকাওয়াজ ও শরীর চার্চা প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকার।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকারের সভাপতিত্বে সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহনকারী মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন