Home » মুজিবনগর থানার অভিযানে ৫ গ্রাম হেরোইন দু’জনকে গ্রেফতার

মুজিবনগর থানার অভিযানে ৫ গ্রাম হেরোইন দু’জনকে গ্রেফতার

কর্তৃক xVS2UqarHx07
104 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মুজিবনগর থানার অভিযানে ৫ গ্রাম হেরোইন দু’জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে মোনাখালী গ্রামের উত্তরপাড়া খেলার মাঠে এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে- মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের মৃত মোনাজাত আলীর ছেলে বুলবুল (৩৫) ও বিদ্যাধরপুর কুঠিপাড়ার শুকুর আলীর ছেলে সাইফুল ইসলাম (২৩)।

মুজিবনগর থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই বিপ্লব কুমার হালদার, এসএসআই আব্দুল আলিম ও এএসআই শিহাব উদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। এসময় ৫ গ্রাম হেরোইনসহ সাইফুল ইসলাম ও বুলবুলকে আটক করতে সক্ষম হয়।
হেরোইন রাখার অপরাধে তাদের দু’জনের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মুজিবনগর থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলার আসামি হিসেবে রোববার সকালে মেহেরপুর আদালতে সোপর্দ করেছে পুলিশ।

০ মন্তব্য

You may also like

মতামত দিন