Home » মুজিবনগর দিবস পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু

মুজিবনগর দিবস পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু

কর্তৃক xVS2UqarHx07
125 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের মুজিবনগর স্মৃতি সৌধে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আজ সোমবার (১৭ এপ্রিল) সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসনের পক্ষে পতাকা উত্তোলন করা হয়।

মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সরকার ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল পতাকা উত্তোলন করেন। সকাল নয়টায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের আয়োজনে অন্যান্য অনুষ্ঠান শুরু হবে।

একাত্তরের বৈদ্যনাথতলা তথা মুজিবনগর আম্রকানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসন নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। প্রস্তুত করা হয়েছে শেখ হাসিনা মঞ্চ। অনুষ্ঠানের মধ্যে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, আনসার সদস্যদের গীতিনাট্য, গার্ড অব অনার ও কুজকাওয়াজ। এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোকাজ্জেল হক।

এছাড়াও দ্বিতীয় পর্বে বেলা ১১টায় একই মঞ্চে বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে মুজিবনগর দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনায় প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়বাইদুল কাদের। আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এ অনুষ্ঠানে অংশ গ্রহণ করবেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন