নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর-মুজিবনগর সড়কের দারিয়াপুর কালিতলার মোড়ে ইজিবাইক ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাইকেল আরোহী মোঃ ফকির মাহমুদ (৭০) নামের এক বৃদ্ধ আহত । বৃহস্পতিবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত ফকির মাহমুদ পুরোন্দপুর গ্রামের মৃত রইস উদ্দিন মল্লিকের ছেলে।
জানা গেছে ঘটনার সময় ফকির মাহমুদ বাইসাইকেল যোগে বাড়ি ফেরার পথে দারিয়াপুর কালিতলার মোড়ে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজি বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ফকির মাহমুদ গুরুতর আহত হন। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।