নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর-মুজিবনগর সড়কের কোমরপুর বাজারের কাছে মোটরসাইকেলের ধাক্কায় হরেন হালদার নামের এক বৃদ্ধ আহত হয়েছে। তাকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে কুষ্টিয়া রেফার্ড করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত হরেন হালদার কোমরপুর গ্রামের নিতাই হালদার এর ছেলে। জানা গেছে ঘটনার সময় হরেন হালদার সাইকেল যোগে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় তিনি আহত হন। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। পরে তাকে কুষ্টিয়া রেফার্ড করা হয়।