Home » মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে মুজিবের ম্যুরাল ভেঙ্গেদিলো ছাত্র জনতা।

মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে মুজিবের ম্যুরাল ভেঙ্গেদিলো ছাত্র জনতা।

কর্তৃক xVS2UqarHx07
10 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

 

মেহেরপুরের মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের পাশে থাকা শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের ম্যুরাল ভেঙ্গে ফেলেছে ছাত্র জনতা।

৬বৃহস্পতিবার২০২৫ দিবাগত রাতে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে প্রবেশ করে ম্যুরালটি ভেঙ্গে প্রায় ২ কিলোমিটার দূরে কেদারগঞ্জ বাজারে প্রধান সড়কে মূর্তিটি সম্পূর্ণ ভেঙ্গে ফেলে রেখে চলে যায়,এ ছাড়াও মুজিবনগর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দেয়ালে থাকা বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙচুর করেন তারা।

জানাযায়, বৃহস্পতিবার রাত ১১টার পরে দলে দলে মানুষ এসে ভিড় জমায় কমপ্লেক্সটির গেটে,এ সময় আনসার সদস্যরা বাধা দিলে তারা তা শোনেনি, নিরুপায় হয়ে গেট ছেড়ে আসতে বাধ্য হয় তারা। অন্যান্য ভাস্কর্যে ক্ষতি হয়নি বলেও জানান আনসার সদস্যের কর্মকর্তারা।

০ মন্তব্য

You may also like

মতামত দিন