আজকের মেহেরপুর ডেক্স:
আজ মঙ্গলবার সন্ধ্যা ৭:৩০ এর সময় কালাচাঁদ প্রাথমিক বিদ্যালয় এর সামনে সামনে থেকে আসা আলকা মনের সাথে টিভিএস মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষে মেহেদী হাসান ও হাবিব নামের দুই জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান সামনে থেকে আসা আলগা মনের লাইট নষ্ট থাকার কারণে এ সংঘর্ষ ঘটে।
পরে স্থানীয়রা আলগামন আটক করলে আহত মেহেদী অনুরোধে তাকে ছেড়ে দেওয়া হয়।
ডাঃ বেলাল হোসেন সুমন মেহেরপুর প্রেসকে জানান মঙ্গলবার রাত ০৮:১৫ সময় মেহেরপুর জেনারেল হাসপাতালে মেহেদী ও হাবিব নামের দুই জনকে আহত অবস্থায় নিয়ে আসা হয়, তাদের দুই জনের পায়ে বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত দেখে , তৎক্ষণাৎ তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, আহত মেহেদী অবস্থা গুরুতর থাকায় তাকে কুষ্টিয়া মেডিকেলে রেফার করা হয়।