Home » মেহেরপুরের গাংনীতে ট্রাকের ধাক্কায় শিশু নিহত

মেহেরপুরের গাংনীতে ট্রাকের ধাক্কায় শিশু নিহত

কর্তৃক ajkermeherpur
226 ভিউজ

ভ্রাম্যমাণ প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে ড্রাম ট্রাকের ধাক্কায় আজরা আদিবা ওরফে ইরা (৬) নামের এক শিশু কন্যা নিহত হয়েছে। নিহত হিরা গাংনী উপজেলা শহরের থানা পাড়ার এনামুল হকের মেয়ে।

বৃহস্পতিবার (১০মার্চ-২২) দুপুর সাড়ে ১২ টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে গাংনী বাজার বাসষ্ট্যান্ড এলাকায় একটি ড্রাম ট্রাকের ধাক্কায় শিশু ইরা গুরুতর ভাবে আহত হয়। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে ভর্তির পরপরই কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

প্রত্যাক্ষদর্শীরা জনান, এনামুলের স্ত্রী তার মেয়ে হিরাকে নিয়ে রাস্তা পারাপারের উদ্দেশ্যে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এসময় ড্রাম ট্রাকের চালক আব্দুল্লাহ হেল্পার ছাড়াই তার ট্রাকটি রাস্তায় উঠানোর জন্য পিছনে দেয়। ট্রাকের পিছনের দিকে থাকা শিশু ইরা ট্রাকের ধাক্কায় পড়ে যায় এবং ট্রাকের চাকা তার পা ও মাজার উপর উঠে পড়ে। ফলে গুরুতর ভাবে আহত হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন