ভ্রাম্যমাণ প্রতিনিধি:মোঃ ইউনুস আলী
মেহেরপুরের গাংনীতে ৭০ বোতল ফেনসিডিলসহ অন্তর ইসলাম (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ সদস্যরা। আটককৃত অন্তর কুষ্টিয়ার বাইপাইল এলাকার মনোরুউদ্দীনের ছেলে।
বৃহস্পতিবার সকালে গাংনীর বামন্দী শহর থেকে তাকে আটক করা হয়। বামন্দী পুলিশ ক্যাস্পের সদস্য অভিযান চালিয়ে তাকে আটক করে।
গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, বামন্দী বাসষ্ট্যান্ড এলাকায় মাদক পাঁচার হচ্ছে, এমন গোপন সংবাদ পেয়ে বামন্দী পুলিশ ক্যাম্পের এএসআই শেখ বিপ্লব হোসেন সঙ্গীয় ফাের্স নিয়ে অভিযান পরিচালনা করে। অভিযানে ৭০ বোতল ফেনসিডিলসহ অন্তরকে আটক করা হয়। আটককৃত অন্তরের নামে একটি মামলা হয়েছে।