নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামে ছেলের হামলায় তার মা ও বাবা রক্ষাক্ত জখম হয়েছেন। জখমকৃত মা-বাবা গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। আহতরা হলেন-কাজীপুর মাঠপাড়ার গোলাম মোস্তফা (৫৩) ও তার দ্বিতীয় স্ত্রী মাছুরা খাতুন (৪৮)।
শনিবার দুপুরের দিকে কাজীপুর গ্রামের মাঠপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত গোলাম মোস্তফা জানান, আমার লাগানো বাড়ির উঠানে ১টি নারিকেল গাছের ডাল কেটে তছরুপাত করে আমার পুত্র মইনাল হোসেন। আমি তাকে ডাল কাটতে নিষেধ করাই সে আমাকে মারপিট শুরু করে।
এসময় আমার দ্বিতীয় স্ত্রী মাসুরা খাতুন ঠেকাতে আসলে, তাকেও মারপিট করে। পরে আমার ছেলের স্ত্রী শিখা খাতুন ছেলে মইনালকে ধারালো অস্ত্র হাতে তুলে দিলে,সে আমাদের দুজনকেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আমার মাথা, কপাল, হাতের আঙ্গুল ও শরীরের বিভিন্ন স্থানে ক্ষত করে।
এদিকে আহত গোলাম মোস্তফার ছেলে মইনুল হোসেন অভিযোগ করেন, আমার সৎ মাছুরা খাতুন কিছুদিন আগে আমার ঘরের মালামাল চুরি করেছে। শনিবার দুপুরে বাড়ির উঠানে নারিকেল গাছের ডাল কাটার কারণে আমার বাবা ও সৎ মা আমাকে ও আমার স্ত্রীকে হামলা করেন। পরে প্রতিশোধ নিতে তাদের আমি ও আমার চাচাত ভাই শিপন মিলে মারধর করেছি