Home » মেহেরপুরের পিরোজপুরে শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ

মেহেরপুরের পিরোজপুরে শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ

কর্তৃক xVS2UqarHx07
240 ভিউজ

আমঝুপি অফিস:

মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সাইকেল,ঔষধ ও খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে পিরোজপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসব উপকরণ বিতরণ করা হয়।

এলজিএসপি-৩ প্রকল্পের অর্থায়নে ইউনিয়নের বিভিন্ন স্কুলের ২০ জন কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ করা হয়। এছাড়া অন্যান্য শিক্ষার্থীদের মাঝে ঔষধ ও খেলার সামগ্রী বিতরণ করা হয়।

পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস বলেন, শিক্ষার্থীদের মাঝে লেখাপড়ার প্রতি প্রতিযোগী মনোভাব তৈরির লক্ষ্যে এই পদক্ষেপ নিয়েছি। শিক্ষার্থীরা যাতে পরবর্তীতে লেখাপড়ায় আরো ভালো ফলাফল করে দেশের কাজে আত্মনিয়োগ করতে পারে সেই লক্ষ্যেই এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।ইউনিয়নের ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এই সকল সামগ্রী বিতরণ করা হয়।উপহার সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন ইউপি সচিব এরশাদ আলী কম্পিউটার অপারেটর আসিফ ইকবাল ইউপি সদস্য হিমাদুল ইসলাম,আরজান আলি, স্বপন সহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

০ মন্তব্য

You may also like

মতামত দিন