আমঝুপি অফিস:
মেহেরপুরের পিরোজপুর হাফেজিয়া মাদ্রাসা এতিমখানা, ঈদগাহ ও কবরস্থানের কমিটি গঠন।
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর হাফেজিয়া মাদ্রাসা এতিমখানা, ঈদগাহ ও কবরস্থানের কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১ মার্চ) সকালে পিরোজপুর হাফেজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহে বোর্ডিং এ এ কমিটি গঠনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পিরোজপুর হাফেজিয়া মাদ্রাসা এতিমখানা, ঈদগাহ ও কবরস্থান কমিটির সভাপতি নির্বাচিত হন পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল আলম।
পিরোজপুর হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহে বোর্ডিং এর সিনিয়র সহ-সভাপতি আহসান হাবীব, সহ-সভাপতি চাঁদ আলী, আব্দুস সালাম, আবুল মন্ডল ,ডাঃ হাবিবর রহমান, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, ধর্ম বিষয়ক সম্পাদক ডাঃ ইমদাদুল হক, দপ্তর সম্পাদক নুহু মন্ডল, কোষাধক্ষ হারুনুর রশিদ, প্রচার সম্পাদক গোলাম কিবরিয়া নির্বাচিত হন।
ও পিরোজপুর ঈদগাহ ও কবরস্থান কমিটির সিনিয়র সহ-সভাপতি বদরুজ্জামান, সহ-সভাপতি আবুল হোসেন, আবুল হাশেম, দিপু আহমেদ, মনিরুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান, হাসানুজ্জামান, ধর্ম বিষয়ক সম্পাদক ইদ্রিস আলী, দপ্তর সম্পাদক মজিবর রহমান, কোষাধক্ষ আজিজুল, প্রচার সম্পাদক মোর্শেদ আলী নির্বাচিত হন।
কমিটির বাকি সদস্যদের সাধারণ সদস্য হিসেবে ঘোষণা করা হয়েছে। গত এক মাস আগে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল, যা পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটির রূপ পায়। নতুন কমিটি মাদ্রাসা, এতিমখানা, ঈদগাহ ও কবরস্থানের উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।