আজকের মেহেরপুর ডেক্স:
মেহেরপুরে ০৬ বোতল ফেন্সিডিলসহ কে এম মুজতবা মামুন ওরফে দিপু(৩৫) নামের এক মাদক কারবারি কে আটক করেছে জেলা ডিবি পুলিশ।গতকাল শুক্রবার রাত ১০টার দিকে তাকে আটক করে।আটককৃত এম মুজতবা মামুন ওরফে দিপু সদর উপজেলার বন্দর গ্রামের বেলতলাপাড়ার মৃত আব্দুর রশিদের ছেলে।
মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, মেহেরপুর মল্লিকপাড়া মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে এসআই হাবিবুর রহমান, এএসআই হেলাল উদ্দিন,এএসআই মাহাতাব উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ০৬বোতল ফেন্সিডিলসহ এম মুজতবা মামুন ওরফে দিপু আটক করে।এসময় তার কাছে থেকে মাদক বিক্রয়ের ৪হজার টাকা,একটি ১২৫সিসি ডিসকাভারি মোটরসাইকেল,যার রেজিস্ট্রেশন নংঃমেহেরপুর-হ-১১-৬৫০৩। আটককৃত এম মুজতবা মামুন ওরফে দিপুর বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক জেলহাজতে প্রেরণ করা হবে।