আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুরের বিশুদ্ধ খাদ্য আদালতের স্পেশাল ম্যাজিস্ট্রেট এস, এম, শরিয়াত ঊল্লাহ এর নেতৃত্বে শহরের বোম্বে, মিম, চিনিপাতা ও জোসনা বেকারিতে অভিযান পরিচালনা করে বিশুদ্ধ খাদ্য আদালত। এ সময় প্রস্তুতকৃত কেকের প্যাকেটে অগ্রিম উৎপাদনের তারিখ প্রদান করায় বোম্বে বেকারীর মালিকের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়।
রবিবার রাতে এ অভিযান চালানো হয়। অভিযানকালে দেখা যায়, আজ ২০ নভেম্বর উৎপাদিত কিছু কেকের প্যাকেটে উৎপাদনের তারিখ ২১ নভেম্বর লেখা হয়েছে। এ বিষয়ে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টদের জিজ্ঞেসাবাদ করা হলে তারা ভুল স্বীকার করেন।
এছাড়া খাবার অনুপযোগী রং কেকে ব্যবহার করায় জোসনা বেকারির মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ফ্যাক্টরি পরিদর্শন কালে নিরাপদ খাদ্য আইনের বিধান অনুযায়ী স্বাস্থ্য সম্মত উপায়ে এবং বিধি মোতাবেক খাদ্য দ্রব্য উৎপাদনের নির্দেশনাসমুহ পুরোপুরি পালিত হচ্ছেনা মর্মে আদালতের দৃষ্টি গোচর হয়। অপরাধের ধরন ও মাত্রা বিবেচনায় অন্যান্য বিষয়ে আইন ও বিধি অনুসরণের জন্য প্রতিষ্ঠানসমূহের মালিকদের নির্দেশ প্রদান করা হয়। প্রতারণামূলক ভাবে প্যাকেটের গায়ে অগ্রিম উৎপাদনের তারিখ উল্লেখ এবং খাবার অনুপযোগী রং ব্যবহার করায় নিরাপদ খাদ্য আইন অনুযায়ী প্রতিষ্ঠান দুটির মালিকদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।
এসময় আদালত বিশুদ্ধ খাদ্য আদালতের স্পেশাল ম্যাজিস্ট্রেটের সাথে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, স্যানিটারি ইন্সপেক্টর তরিকুল ইসলামসহ সদর থানা পুলিশের একটি দল।