আমঝুপি অফিস:
মেহেরপুর সদর উপজেলার মোমিনপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই নারীকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিবেশী রবজেল ও ছবের আলী।
গত বৃহস্পতিবার বেলা আনুমানিক এগারোটার দিকে মোমিনপুর গ্রামে এই হতাহতের ঘটনা ঘটে। বাদীপক্ষের অভিযোগ সূত্রে জানা যায়, মোমিনপুর গ্রামের মৃত আব্দুল মালেকের মেয়ে তামাশা খাতুনের সাথে পার্শ্ববর্তী মৃত ফজের আলীর ছেলে রবজেল ও ছবের আলীর সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। ঘটনার দিন এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে রবজেল হোসেন ও ছবের আলী বাঁশের লাঠি ও জি আই পাইপ দিয়ে এলোপাথাড়ি ভাবে পিটিয়ে তমেশা খাতুনকে রক্তাক্ত জখম করে। তার চিৎকারে আলেকের স্ত্রী শাবানা খাতুন ঠেকাতে গেলে তাকেও পিটিয়ে আহত করে। পরবর্তীতে আত্মীয় স্বজনরা এসে তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
তামেশা খাতুন বর্তমানে চিকিৎসাধীন। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।