আমঝুপি অফিস:
মেহেরপুরে” অপারেশন ডেভিল হান্ট”এর অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৭ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত তাদের আটক করে।
এর মধ্যে মুজিনগর থানায় আটককৃত হলো, মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক আরিফুল এনাম বকুল (৫৫) মুজিবনগর উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি আরজ আলী (৫০), ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন (৪৮) ও মহাজনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল আহমেদ (৩১)। আপর দিকে গাংনী থানায় আওয়ামী লীগ কর্মী সানঘাট গ্রামের পলাতক আসামি জাফিরুল ইসলাম(৩৫), ধলা রামকৃষ্ণপুর গ্রামের আসিম উদ্দীন(৪০) ও সাগর(৪৫)
মুজিবনগর ও গাংনী থানা অফিসার ইনচার্জ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করে বলেন আসামিদের মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।