নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরে অভিযানের ৫ গ্রাম হেরোইন সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
মেহেরপুর জেলার পুলিশ সুপার মাকসুদা আক্তার খানমের দিক নির্দেশনায় মেহেরপুর জেলা গোয়েন্দা শাখা বিশেষ একটি টিম অভিযান পরিচালনা করে।
গত বুধবার (০৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭:৩০ ঘটিকায় মেহেরপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মেসবাহ উদ্দিনের নেতৃত্বে এস আই (নি:) উত্তম কুমার সঙ্গীয় অফিসার ফোর্সসহ মেহেরপুর থানাধীন চক শ্যামনগর গ্রামে এই অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় ৫ গ্রাম হেরোইন সহ বাদশা (৪৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত বাদশা মেহেরপুর জেলার চক শ্যামনগর গ্রামে মৃত সুরুজ মন্ডলের ছেলে।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
মেহেরপুর জেলা পুলিশ মাদকবিরোধী কার্যক্রমে অঙ্গীকারবদ্ধ এবং এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।