Home » মেহেরপুরে অভিযান চালিয়ে দুই ব্যাবসায়ীর কাছে জরিমানা

মেহেরপুরে অভিযান চালিয়ে দুই ব্যাবসায়ীর কাছে জরিমানা

কর্তৃক xVS2UqarHx07
76 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক:

মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান অভিযানে মেয়াদ উত্তীর্ণ পণ্য, মুল্যবিহীন পণ্য বিক্রয় ও মূল্যতালিকা প্রদর্শন না করায় দুই হোটেল মালিকের জরিমানা। বুধবার দুপুরের দিকে এ অভিযোগ চালানো হয়।

মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে মেহেরপুর মুজিবনগর উপজেলার মোনাখালি এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়। এসময় মোনাখালী মেসার্স মহিদুল স্টোরে ফ্রিজে ও র‌্যকে বিক্রীর উদ্দেশ্যে সংরক্ষিত প্রচুর মেয়াদ উত্তীর্ণ পণ্য জব্দ করা হয়।

এছাড়া মেয়াদ মুল্যবিহীন পণ্য বিক্রয় ও মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মোঃ মহিদুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৫১ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।এদিকে এর আগে একই এলাকায় মেসার্স শাহীন রেস্তোরাঁয় অভিযান চালিয়ে অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে খাবার ও মিষ্টি তৈরি এবং মুল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে হোটেল মালিক মোঃ শাহীনকে ৩৮ ও ৪৩ ধারায় সতর্কতামুলক ২ হাজার টাকা জরিমানা করা হয়।

জব্দকৃত মেয়াদ উত্তীর্ণ ও খারাপ পণ্যগুলো জনসম্মুখে নষ্ট করা হয়। এবং ব্যবসায়ী ও জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। অভিযানে সহযোগিতা করেন মেহেরপুর জেলা স্যানিটারি ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত)মোঃ তারিকুল ইসলাম।

০ মন্তব্য

You may also like

মতামত দিন