নিজস্ব প্রতিবেদক:
আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। মেহেরপুরে অরণি থিয়েটার ৫০টি কর্মসূচির অংশ হিসেবে জাতির শ্রেষ্ঠ ও সম্মুখযুদ্ধের রনাঙ্গনে শাহাদৎ বরণকারী বীর মুক্তিযোদ্ধাদের কবরে আলোক প্রজ্জ্বলন ও কবিতা পাঠের মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন কর্মসূচি পালন করেছে।
“রক্ত এনেছো বিজয় পতাকা-সমুন্নত রাখবোই” প্রতিপাদ্যকে সামনে রেখে আজ মঙ্গলবার সন্ধ্যায় মেহেরপুর সরকারি কলেজ মোড়ে অবস্থিত স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবী দিবসের শ্রদ্ধাঞ্জলি, আলোক প্রজ্জ্বলন ও কবিতা পাঠ কর্মসূচী পালিত হয়।
অরণি থিয়েটারের সভাপতি নিশান সাবেরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অরণি থিয়েটারের সাধারণ সম্পাদক আতিক স্বপন, সাংস্কৃতিক কর্মী সুলতানা রাজিয়া টনি, খাদিজা জান্নাত পরী, তনিমা রহমান ঐশী, কাইফ, লাজ, নিশি, জিয়া, রিপন, রুবেল, আকবর, অনিক, কাইফ সহ অরণি থিয়েটার ও অরণি চিলড্রেন্স থিয়েটার পরিবার।
এ সময় কবিতা পাঠ করেন নিশান সাবের, খাদিজা জান্নাত পরী ও তনিমা রহমান ঐশী।