নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে ২০২১-২০২২ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় (এডিবি’র) অর্থায়নে সদর উপজেলার গরীব ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ জুন), বেলা ১১ টার দিকে মেহেরপুর সদর উপজেলা পরিষদ হলরুমে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।
মেহেরপুর সদর উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম।
এ সময় মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন এলাকার ৮৪ জন গরীব ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লতিফুন্নেছা লতা, সদর উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদসহ অন্যান্য কর্মকর্তা এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
এসময় অতিথিবৃন্দ অসহায় ও গরীব মহিলাদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৮৪ জনের হাতে সেলাই মেশিন তুলে দেন।