আমঝুপি অফিস:
মেহেরপুরে আই বি ডাব্লিউ এফ এর জেলা শাখার দ্বিবার্ষিক কাউন্সিল ও ব্যাবসায়ী সম্মেলন অনুষ্ঠিত ।
নতুন উদ্যেগতা ও সৎ ব্যাবসায়ী তৈরির লক্ষে মেহেরপুরে ব্যাবসায়ী সম্মেলন করেছে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামের একটি ব্যাবসায়ী সংগঠন। আজ সকালে মেহেরপুর শহরের কমিউনিটি সেন্টারে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করা হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির মেহেরপুর জেলা শাখার সভাপতি খালিদ সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন কুষ্টিয়া যশোর অঞ্চলের পরিচালক আব্দুল মতিন, ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন মেহেরপুর জেলার উপদেষ্টা তাজউদ্দীন খান, ফেমাস গ্রুপের চেয়ারম্যান আব্দুল জব্বার, ঢাকা দক্ষিণ সভাপতি আমিনুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ও অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সংগঠনটির মেহেরপুর শাখার সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন পলাশ। অনুষ্টানে ব্যাবসায়ীদের সফল ও সৎ ব্যাবসায়ী হয়ে গড়ে তোলার লক্ষে বিভিন্ন অনুপ্রেরনা মূলক বক্তব্য প্রদান করা হয়। আলোচনা সভা শেষে সকল সদস্যদের সম্মতি ক্রমে আগামী ২ বছরের জন্য পুনরায় খালিদ সাইফুল ইসলামেকে সভাপতি ও সাজ্জাদ হোসেন পলাশকে সাধারন সম্পাদক করে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর ৩১ সদস্য বিশিষ্ট্য মেহেরপুর কমিটি অনুমোদন দেওয়া হয়। ব্যাবসায়ী সম্মেলনে জেলার প্রায় ৫ শতাধিক ব্যাবসায়ী অংশগ্রহন করেন।