মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুর পৌর ইমাম পরিষদের উদ্দ্যেগে সামাজিক সম্প্রতী ও আদর্শ সমাজ গঠনে ইমামদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১২টার দিকে পৌর কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সভাপতিত্ব করেন পৌর ইমাম পরিষদের সভাপতি মাও: হাসানুজ্জামান। জেলা পুলিশ সুপার রাফিউল আলম, জেলা উলামা পরিষদের সভাপতি মাও: মো : শফিকুল ইসলামসহ জেলার ইমামেরা আলোচনা সভায় অংশ নেয়।