Home » মেহেরপুরে আবারও দেখা দিয়েছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা উদ্ধগতি, আক্রান্ত ৮৩

মেহেরপুরে আবারও দেখা দিয়েছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা উদ্ধগতি, আক্রান্ত ৮৩

কর্তৃক xVS2UqarHx07
161 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরে আবারও দেখা দিয়েছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা উদ্ধগতি । জেলায় নতুন করে ৩৯ জন করোনায় আক্রান্তের খোঁজ মিলেছে। জানা গিয়েছে সম্প্রতি করোনা ভাইরাস সন্দেহে সোয়াব পরীক্ষার জন্য যে নমুনা পাঠানো হয়েছিল। সেই পরীক্ষার ফলে জানা গিয়েছে জেলায় ৩৯ জনের শরীরে করোনার জীবাণু রয়েছে। শনিবার রাতে ৮৩ টি রিপোর্ট এসেছে।

মেহেরপুর সিভিল সার্জন ডাঃ জওয়াহেরুল আনাম সিদ্দিকী জানান,সোয়াব পরীক্ষার জন্য যে সকল নমুনা পাঠানো হয়েছিল, শনিবার তার মধে ৩৯ টি পজেটিভ রিপোর্ট । বর্তমান মেহেরপুর জেলায় পজিটিভ রোগীর সংখ্যা ১৩৫ জন। এর মধ্যে সদর উপজেলায় ৮৩, গাংনী উপজেলায় ৩৬ ও মুজিবনগর -১৬ জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে ১৮২। এছাড়াও জেলায় সদর উপজেলায় ৮৪, গাংনী উপজেলায় ৫৮ ও মুজিবনগর -৪০ জন। জেলায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৫২৩ জন সদর-২০৮৬, গাংনী -১৭৭৯ ও মুজিবনগর-৬৫৮ জন।

শনিবার মেহেরপুর জেলায় ভ্যাক্সিন প্রদান করা হয়েছে ৩ হাজার ৩২১ ডোজ । এযাবত মোট ভ্যাক্সিন প্রদান করা হয়েছে ৯ লক্ষ ২ হাজার ৩৪০ ডোজ। এর মধ্যে পুরুষ-৪ লক্ষ ২০ হাজার ৬৮৪ ও মহিলা-৪ লক্ষ ৮১ হাজার ৬৫৬। ১ম ডোজ-৫ লক্ষ ১০ হাজার ৭২৮, ২য় ডোজ-৩ লক্ষ ৮৬ হাজার ১৫৫ এবং ৩য় ডোজ-৫ হাজার ৪৫৭।

০ মন্তব্য

You may also like

মতামত দিন