নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর শহরের শিশুবাগান পাড়ায় চতুর্থ বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলে আসছে ইসলামী চিন্তাবিদ মোফাচ্ছেরে কোরআন ইসলামীক স্কলার (রংপুর) হযরত মাওলানা আবু ত্বহা মুহাম্মদ আদনান।
মেহেরপুর শহরের শিশুবাগান পাড়ার যুব সমাজের উদ্যোগে ১৩ই ডিসেম্বর সোমবার আছরের নামাজের পর জেলা কারাগারের পিছনে শহরের ৯ নং ওয়ার্ড শিশুবাগান পাড়ায় তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে হযরত মাওলানা আবু ত্বহা মুহাম্মদ আদনান উপস্থিত থাকবেন।
এসময় দ্বিতীয় বক্তা হিসেবে হযরত মাওলানা এরশাদ আলী নোমানী, প্রধান অতিথি হিসেবে জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক সরফরাজ হোসেন মৃদুল ও বিশেষ অতিথি হিসেবে জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান সহ স্থানীয় ওলামায়ে কেরামগন উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন ৯ নং ওয়ার্ড যুবলীগের ত্রাণ কমিটির আহবায়ক মোঃ আব্দুল্লাহ আল মামুন।
তিনি জানান, ৯ নং ওয়ার্ড শিশুবাগান পাড়ার যুব সমাজের উদ্যোগে সার্বিক সহযোগীতায় তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠানে মহিলাদের পর্দার সহিত বসার ও শোনার সু-ব্যবস্থা করা হয়েছে।