Home » মেহেরপুরে ইয়াবাসহ কৃষি ব্যাংক কর্মকর্তা আটক

মেহেরপুরে ইয়াবাসহ কৃষি ব্যাংক কর্মকর্তা আটক

কর্তৃক xVS2UqarHx07
241 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরে ৫২ পিস ইয়াবাসহ মোস্তফা মনোয়ার(৪২) নামের এক কৃষি ব্যাংক কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। আটককৃত কৃষি ব্যাংক কর্মকর্তা মুজিবনগর উপজেলার দারিয়াপুর শাখায় কর্মরত আছেন।

শুক্রবার রাতে নেশাগ্রস্ত হয়ে মোস্তফা মনোয়ার মেহেরপুর স্টেডিয়াম পাড়ার ভাড়া বাসার গ্যারেজে থাকা মোটরসাইকেল ভাঙচুর করে। এ সময় স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে

মেহেরপুর সদর থানার ওসি (তদন্ত) জুলফিকার আলী জানান, মোস্তফা মনোয়ার মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ার নুরজাহান ভিলার ২য় তলায় ভাড়া থাকতেন। একই বাড়ির নীচতলায় তার এক সহকর্মী ভাড়া থাকতেন। গত রাত ১১টার দিকে হঠাৎ একটি লাঠি নিয়ে নীচে নেমে এসে সেখানে থাকা একটি মোটরসাইকেল ভাঙচুর শুরু করেন মনোয়ার। পরে নীচতলায় ভাড়া থাকা তার সহকর্মীর ঘরে হামলা চালায়। তাদের চিৎকারে বাড়িয়ালা ও আশপাশের লোকজন ছুটে এসে তাকে থামানোর চেষ্টা করে। পরে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মনোয়ারকে আটক করে। এ সময় তার ঘরে তল্লাশি চালিয়ে ৫২ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

ওসি শাহ দারা খান জানান, তিনি অনেকটা মানসিক ভারসাম্যহীন। তার ঘরে স্ত্রী ও এক বছরের এক সন্তান রয়েছে। মাঝে মাঝে সে ইয়াবাও সেবন করত। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন