নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরে ১৬০ পিস ইয়াবাসহ সুমন (২৭) এবং মামুন (২৮) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ৯ টার দিকে বামন্দী বাস স্ট্যান্ড থেকে তাদেরকে আটক করা হয়। সুমন মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইসলাম নগর গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে এবং মামুন হাসান গাংনী বাজার পাড়ার মৃত মোকাদ্দেস আলীর ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে বামন্দী পুলিশ ফাঁড়ির এ এস আই (নিঃ) শেখ মোঃ বিপ্লব হোসেন, এ এস আই (নিঃ) মোঃ শেখ সোহেল, এ টি এস আই রাকিব সংগীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চৎ করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হবে।