আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুরে ৫০ পিস ইয়াবা ও ৫টি ১হাজার টাকার জাল নোট জোহরা আক্তার(৪০) নামের এক নারীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে তাকে আটক করে। জোহরা খাতুন মেহেরপুর পৌরসভা এলাকার গোরস্থান পাড়ার মৃত আমিনুল ইসলামের মেয়ে।
মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আব্দুল মান্নান জানান, মেহেরপুর পৌরসভা এলাকাধীন গোরস্থান পাড়ায় মৃত আমিনুল ইসলামের বাড়িতে মাদক ও জাল টাকা নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণের একটি টিম অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ও ১হাজার টাকার পাঁচটি জাল নোট উদ্ধার করে। আটককৃত জোহরা আক্তার এর বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও জাল টাকা উদ্ধারের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হবে।