Home » মেহেরপুরে ইয়ারুল হোটেলে এবং কসাই এর বাড়ি থেকে রোগাক্রান্ত গরুর মাংস উদ্ধার ও মামলা হয়েছে

মেহেরপুরে ইয়ারুল হোটেলে এবং কসাই এর বাড়ি থেকে রোগাক্রান্ত গরুর মাংস উদ্ধার ও মামলা হয়েছে

কর্তৃক xVS2UqarHx07
151 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক:

রোগাক্রান্ত গরুর মাংস বিক্রি এবং হোটেলে রাখার অভিযোগে মেহেরপুর শহরের কলেজ মোড়ের ইয়ারুল হোটেলে এবং কসাই এর বাড়ি থেকে রোগাক্রান্ত গরুর মাংস উদ্ধার করার পর মামলা দায়ের এবং হোটেল মালিক ইয়ারুল এবং তার কর্মচারী মফেজ উদ্দিনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে অভিযান চালানো হয়। জেলা নিরাপদ খাদ্য অফিসার রিয়াজ মাহমুদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ স্টেডিয়াম পাড়া সংলগ্ন পারভেজ কসাই এর বাড়িতে রোগাক্রান্ত গাভীর মাংস বিক্রির খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়।পরবর্তীতে উক্ত মাংস ইয়ারুল হোটেলে বিক্রি করার খবর পেয়ে অভিযান পরিচালনা করে ইয়ারুল হোটেল থেকে ৩২ কেজি মাংস জব্দ করা হয়। এসময় ইয়ারুল ইসলাম ও তার সহযোগী মফিজকে আটক করে আদালতে প্রেরণ করা হয়। আসামী পারভেজ কসাই পলাতক রয়েছে। আসামীরা দীর্ঘদিন ধরে যোগসাজশ করে এধরণের কর্মকান্ড চালিয়ে যাচ্ছিল।পরবর্তীতে আদালতের নির্দেশে জব্দকৃত মাংস ধবংস করা হয়।

নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী, মেহেরপুর বিশুদ্ধ খাদ্য আদালতে পারভেজ কসাই,ইয়ারুল হোটেলের মালিক ইয়ারুল ইসলাম ও তার সহযোগী মফেজ উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের দায়ের করা হয়েছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন